Home সারাদেশ ঈদ উপহার পেলেন খাগড়াছড়ি পৌরবাসী
জুন ২৭, ২০২৩

ঈদ উপহার পেলেন খাগড়াছড়ি পৌরবাসী

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: 

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

“শেখ হাসিনার মুলনীতি, গ্রাম শহরে উন্নতি” স্লোগানে খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার হিসেবে ৪ হাজার ৬শ পরিবারের মধ্যে ভিজিএফের ৪৬ মে.টন খাদ্য শস্য চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, পৌর কাউন্সিলর শাহ আলম, আবদুল মজিদ, পরিমল দেবনাথ, মানিক পাটোয়ারী, রেজাউল করিম, অতীশ চাকমা, বাচ্চু মনি চাকমা, মংনু মারমা, রিটন তালুকদার, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদস্য শামীম চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সাধারনের মানুষের জন কল্যাণে নানা ধরনের কর্মসুচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সবাই যেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে সে লক্ষে এ ধরনের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকার গ্রামকে শহরে উন্নত করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *