খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ মহামুনি বিওপির আওতাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর ওপর বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- গুইমারা বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল এম এফ মোরশেদ সরোয়ার এবং বিএসএফ’র ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ উদয়পুর সেক্টরের কমান্ডার ডিআইজি শেখর গুপ্ত।বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে:কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পলাশপুর ৪০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো. সোহেল আহমদ, যামিনীপাড়া ২৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম সহ অন্যান্য ব্যাটালিয়নের অধিনায়কগণ। অন্যদিকে উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি শেখর গুপ্তার নেতৃত্বে বিএসএফ ‘র ৯৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লালা কৃষ্ণ কুমার লাল সহ ৭ জন উপস্থিত ছিলেন।সমন্বয় বৈঠক সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারষ্পারিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।