Home বিনোদন বদলে যাওয়া কাজল
জুন ২৬, ২০২৩

বদলে যাওয়া কাজল

নব্বই’র দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। সামনেই মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমা। তবে বলিউডে গল্পের ধারা দিন দিন বদলাচ্ছে। সে যুগ থেকে এ যুগ পর্যন্ত সিনেমার ভাষা নিয়ে অভিনেত্রী নিজের অভিজ্ঞতার কথা জানান। কাজল বলেন, একটা সময় মানুষ প্রেম, ভালোবাসা নিয়ে যা ভাবতেন, তার সবটাই এখন বদলাচ্ছে। এক সময় ভালোবাসায় যে বিষয়গুলোকে অত্যন্ত প্রয়োজনীয়, বর্তমান প্রজন্মের কাছে সেগুলো ভীষণ বোকা মনে হয়। বর্তমানে ভালোবাসার ভাষা বদলে গিয়েছে। আর সিনেমা সেটাই তুলে ধরছে। সিনেমা চিরকালই জীবনের প্রতিচ্ছবি।

কাজল আরও বলেন, অভিনেতা অভিনেত্রীদের জন্য আর ফর্মুলা ৪৪-এ কাজ করলে চলবে না। মানুষ এখন বিভিন্ন প্রদেশের ছবি দেখছে। তুলনা করতে শিখছে। গোটা বিশ্বে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তাই আমাদেরকেও যুগের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা বানাতে হবে। নিজেদের বদলাতে হবে। আমিও এখানে  কাজ করার জন্য নিজেকে বদলেছি। এদিকে সদ্য মুক্তি পেয়েছে কাজলের ‘লাস্ট স্টোরিজ ২’ ছবির ট্রেলার। তামান্না ভাটিয়া, কাজল, বিজয় বর্মা, নীনা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, অঙ্গদ বেদির মতো তারকারা অভিনয় করেছেন এখানে। প্রেম, সম্পর্ক, চাহিদা ও সমাজের চিরাচরিত ধ্যান-ধারণাকে এক মজার মোড়কে তুলে ধরতে চলেছে এই ছবি। ২৯শে জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *