Home বিনোদন ঈদের দেড় ডজন নাটকে মানসী প্রকৃতি
জুন ২৬, ২০২৩

ঈদের দেড় ডজন নাটকে মানসী প্রকৃতি

চলতি প্রজন্মের অভিনেত্রী মানসী প্রকৃতির। গেল ঈদুল ফিতরে প্রকৃতি অভিনীত ২০টির মতো নাটক টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রচার হয়। নাটকগুলো থেকে বেশ প্রশংসা কুড়ান তিনি। তারই ধারাবাহিকতায় এই ঈদেও তাকে নতুন দেড় ডজন নাটকে দেখা যাবে। প্রকৃতি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে আদিবাসী মিজান পরিচালিত ‘রিক্সাওয়ালার ভেলকি ২’ ও ‘মিউচুয়াল চোর’, ইমন রাবেক’র ‘এতিমের সংসার ২’, কায়কোবাদের ‘কাম ফ্রম নোয়াখালী’, এস কে শুভর ‘স্টুপিড লাভার’ ও ‘আতর’ প্রভূতি। এ প্রসঙ্গে মানসী প্রকৃতি বলেন, নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এবার সেভাবে নাটকে কাজ করতে পারিনি। তবে গত ঈদের ছুটি কাটিয়ে একটানা বেশ কয়েকদিন নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। ঈতে যে কাজগুলো আসছে প্রতিটি কাজই আমার পছন্দের এবং ভিন্ন ঘরানার সব চরিত্র। বর্তমানে আমি কাজের ব্যাপারে বেশ সচেতন। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখেই কাজ করছি।

আশা করছি, বরাবরের মতো এবারের ঈদের কাজগুলো সবার মন ছুঁয়ে যাবে। প্রকৃতি অভিনীত গেল ঈদে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল ‘রিক্সাওয়ালার ভেলকি’ নাটকটি। এর দর্শক সাড়া এখনো পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই ঈদের জন্য নির্মিত হয়েছে ‘রিক্সাওয়ালার ভেলকি ২’। এই নাটকেও প্রকৃতির সহশিল্পী জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো হচ্ছে ‘রং রোড-আদুরী অধ্যায়’, ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। ঈদের পর ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *