Home বিনোদন ঈদে নাগরিক টিভিতে ২৮ সিনেমা, ১৬টি নাটক!
জুন ২৬, ২০২৩

ঈদে নাগরিক টিভিতে ২৮ সিনেমা, ১৬টি নাটক!

যথারীতি এবারের ঈদে নাগরিক টিভিতে থাকবে তারকাসমৃদ্ধ, ব্যয়বহুল ও জমজমাট সব সিনেমা। আকর্ষণীয় গল্পের এসব সিনেমা পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতারা। গত কয়েক বছরের সফল সিনেমাগুলোর প্রদর্শনী হবে নাগরিক টিভিতে। দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের ২৮টি সিনেমা প্রচার হবে ঈদের সাতদিন জুড়ে।এই আয়োজনে প্রতিদিন ৪টি করে সিনেমা দর্শকরা উপভোগ করবেন।

 

এই আয়োজনে থাকছে ৭দিনে ২৮ টি সিনেমা, সাত পর্বের ধারাবাহিক, বিশেষ নাটক ১৪টি এবং বিশেষ আকর্ষন ৭ পর্বের ওয়েব সিরিজ মরীচিকা।

ঈদের দিন সকাল ৮টায় নাগরিকের পর্দায় দর্শক উপভোগ করবেন শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমা। সকাল ১০টা ৩০ মিনিটে উপভোগ করবেন শাকিব খান ও কলকাতার স্বস্তিকা মুখার্জী অভিনয় ‘সবার উপরে তুমি’ সিনেমা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *