Home দুর্ণীতি বায়তুল মোকাররমে ইদ জামাতের সময়সূচি প্রকাশ
জুন ২৫, ২০২৩

বায়তুল মোকাররমে ইদ জামাতের সময়সূচি প্রকাশ

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে আগামী বৃহস্পতিবার (২৯ জুন) বাংলাদেশে পবিত্র ইদুল আযহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ইদের জামাত অনুষ্ঠিত হবে।

এ জামাতসমূহে নিম্নোক্ত আলেমরা ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।

প্রথম জামাত : সকাল ৭টা

ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

মুকাব্বির : আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত : সকাল ৮টা ইমাম : মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেজ ক্বারী মো. আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। তৃতীয় জামাত : সকাল ৯টা ইমাম : ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : মো: শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। চতুর্থ জামাত : সকাল ১০টা ইমাম : মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. রুহুল আমিন, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০. ৪৫ মিনিট ইমাম : মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। এ ৫টি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ইদগাহের ইদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টা থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *