Home বিশ্ব ওয়াগনারের বিদ্রোহে পুতিনকে যে পরামর্শ দিয়েছেন এরদোগান
জুন ২৫, ২০২৩

ওয়াগনারের বিদ্রোহে পুতিনকে যে পরামর্শ দিয়েছেন এরদোগান

ভাড়াটে বাহিনী ওয়াগনার রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ঘোষণা করে মস্কোর দিকে যাত্রা শুরুর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগান ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শনিবার ফোনালাপে এরদোগান পুতিনকে বিদ্রোহ মোকাবেলায় কাণ্ডজ্ঞান খাটিয়ে ব্যবস্থা নিতে পরামর্শ দেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াগনারকে অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও কোনো কাজ না হলে টেলিভিশনে জরুরিভিত্তিতে দেওয়া এক ভাষণে পুতিন ভাড়াটে বাহিনীটির কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রদ্রোহ’ অ্যাখ্যা দেন। এসময় তিনি বলেন, রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যারাই অস্ত্র ধরবে তাদের কঠোর শাস্তি পেতে হবে।

রয়টার্স জানিয়েছে, ভাষণের পর পুতিন প্রথমেই যে বিশ্ব নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, এরদোগান ছিলেন তাদের মধ্যে অন্যতম।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা রাশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় এরদোগান পুতিনকে জানান, সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা করতে আঙ্কারা প্রস্তুত।

আলাদা বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিনের সঙ্গে আলোচনায় এরদোগান রাশিয়ার সরকার বিদ্রোহ দমনে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে সমর্থন দিয়েছেন।

রাশিয়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর যে অল্প কয়েকটি দেশ মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গেই সুসম্পর্ক রেখে চলেছে, তুরস্ক তার একটি।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও তুরস্ক তার পশ্চিমা মিত্রদের মতো ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। তবে তারা ইউক্রেইকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে মস্কোর প্রতি আহ্বানও জানিয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *