এবার জরিমানার মুখে নেইমার
নেইমার নিজেই আছেন বিপদে। সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাস ভেঙে পরনারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠার পর ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। এতে তার ভাবমূর্তির যেমন বারোটা বেজেছে, তেমনি জনপ্রিয়তায় ধস নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা হু হু করে কমছে। এর মধ্যে ব্রাজিলে পরিবেশ আইন লঙ্ঘনের নতুন অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে তার।
বৃহস্পতিবার পিএসজি তারকার মালিকানাধীন একটি প্রাসাদসম বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেইমারের বাবাকে গ্রেফতারও করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে মুক্তি পান নেইমার সিনিয়র।
রিও ডি জেনিরোর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মানগারাতিবায় আড়াই একর জায়গাজুড়ে বিলাসবহুল প্রাসাদ তৈরি করতে গিয়ে পরিবেশের অনেক ক্ষতি করেছেন নেইমার। এর মধ্যে রয়েছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, নদীর পানির অপব্যবহার, সৈকত থেকে বালি তোলা এবং পাথর উত্তোলন।
গত পরশু বাড়ির নির্মাণকাজ বন্ধ করতে গিয়ে স্থানীয় সরকারের কর্মকর্তারা নেইমারের বাবার দুর্ব্যবহারের শিকার হন বলেও অভিযোগ উঠেছে। যে কারণে গ্রেফতার হতে হয়েছিল নেইমার সিনিয়রকে।
এত সব ঝামেলার মধ্যেও জাতীয় দলের দুর্দশা নিয়ে চিন্তিত ইনজুরির দরুন মাঠের বাইরে থাকা নেইমার। শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর থেকে ভারপ্রাপ্ত কোচের অধীনে খেলছে সেলেকাওরা।
শোনা যাচ্ছে, ২০২৪ সালের জুনে ব্রাজিলের পরবর্তী স্থায়ী কোচ হবেন বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান কোচেই আলোর দিশা দেখছেন নেইমার, ‘একজন বিশ্বমানের বিদেশি কোচ পাওয়ার সুযোগ হচ্ছে আমাদের। আমি নিশ্চিত, পরিস্থিতি বদলে যাবে। আনচেলত্তি সব কিছুই জিতেছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব আমরা।’