Home সারাদেশ গোয়ালন্দ পৌরসভার বাজেট ঘোষণা
জুন ২১, ২০২৩

গোয়ালন্দ পৌরসভার বাজেট ঘোষণা

সোহেল রানা চৌধুরী ( রাজবাড়ী) থেকে: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের  সংশোধিত বাজেট ২৩ ও২৪ ইং অর্থ বছরের প্রস্তাবিত খসড়া  বাজেট ৫৫ কোটি ৫৬ লক্ষ ৮ হাজার৯৭৯ টাকা  ঘোষণা করা হয়েছে। এসময় প্রস্তাবিত বাজেটের উম্মুক্ত প্রশ্নের জবাব দেন মেয়র মহাদয়।
মঙ্গলবার ২০ জুন সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার আয়োজনে  পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
আছাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় ,বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ. লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যক্ষ মো. হালিম তালুকদার, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ  বাজার পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর মিয়া , পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক, কাউন্সিল শেখ মো. নিজামসহ বিভিন্ন  সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *