Home অপরাধ এশিয়ান ইউনিভার্সিটিতে অনিয়ম, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ
জুন ২১, ২০২৩

এশিয়ান ইউনিভার্সিটিতে অনিয়ম, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের নামে বাড়িভাড়া খাতে দুর্নীতি, প্রতিষ্ঠালগ্ন থেকে কোষাধ্যক্ষ ছাড়াই বেআইনিভাবে তহবিল পরিচালনাসহ নানা রকম অনিয়মের প্রমাণ পাওয়া গেছে ২৭ বছরের পুরোনো বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিরুদ্ধে। এ জন্য বিশ্ববিদ্যালয়টির বিষয়ে বিভিন্ন রকমের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয় এসব নির্দেশ দিয়েছে। ইউজিসি সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নানা অভিযোগের বিষয়ে তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দিয়েছিল ইউজিসি। এখন তারই আলোকে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *