প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুইজারল্যান্ড সফরপরবর্তী সংবাদ সম্মেলন করবেন আগামী বুধবার। ওই দিন দুপুর ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে হলে প্রধানমন্ত্রী (পিএম) বিটের সাংবাদিক এবং গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকদের আগামীকাল মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে কোভিড-১৯ টেস্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।