Home কৃষি ও প্রকৃতি কৃষিখাতে বিনিয়োগের আহ্বান কৃষিমন্ত্রীর
জুন ২০, ২০২৩

কৃষিখাতে বিনিয়োগের আহ্বান কৃষিমন্ত্রীর

কৃষিখাতে বিনিয়োগে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগের বিরাট সম্ভাবনা আছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে কৃষির উন্নয়ন, রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে ফুড, অ্যাগ্রিকালচার ও লাইভলিহুডস সপ্তাহ উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, বাংলাদেশ আজ অনেক ফসলে উদ্বৃত্ত। শাক-সবজি, ফলমূল, মাছসহ বিভিন্ন কৃষিপণ্যের রপ্তানির সম্ভাবনাও অনেক। বিশ্বের বিভিন্ন দেশে কৃষিপণ্যের রপ্তানি হচ্ছে যা মূলত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *