Home বিনোদন আমাকে আগে এরকম দেখেনি কেউ মিম
জুন ২০, ২০২৩

আমাকে আগে এরকম দেখেনি কেউ মিম

ঈদ উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এটির ট্রেলার প্রকাশ পেয়েছে; অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিরিজে ‘মাহিদ’ চরিত্রে দেখা যাবে নাঈমকে এবং ‘নীরা’ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ট্রেলার নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। মিম বলেন, ট্রেলার প্রকাশের পর যেখানেই যাচ্ছি সবাই ‘মিশন হান্টডাউন’ নিয়ে কথা বলছেন। সবাই যেভাবে বলছিল, মনে হচ্ছিল সিনেমার কথা বলছে। না, পরে দেখি সিরিজের কথা বলছে। অনেকে এটাও ভেবেছে, ‘মিশন হান্টডাউন’ একটা মুভি। আমি বলেছি, না, এটা সিরিজ। এতটা আশা করিনি, যতটা সাড়া পাচ্ছি।

‘মিশন হান্টডাউনের’ গল্প নিয়েও কথা বলেছেন মিম। এই অভিনেত্রী বলেন, ‘আমার মতে সবচেয়ে শক্তিশালী দিক হলো গল্প। যতটুকু দেখেছি, নির্মাণটাও দারুণ হয়েছে। আমার চরিত্রটাও ভীষণ চ্যালেঞ্জিং। এ রকমভাবে আমাকে আগে কখনো দেখেনি কেউ। মানুষজন এটাও বলছেন- অভিনয়টা ভিন্নরকম হয়েছে।’

পরাণ অভিনেত্রী বলেন, ‘নীরা চরিত্রটা বাস্তবের আমির একেবারে উল্টো। সে হিসেবে চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। গল্পে নানা রকম টুইস্ট আছে, গল্পটা তাই বলতে চাইছি না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, নীরার খুবই ক্রেজি একটা দৃশ্য। ওটা নিয়ে টেনশন ছিল। জানতাম না, কতটুকু পারব, কী হবে। একটা পর্যায়ে মনে হয়েছে, আমিই নীরা, আমিই ওটা করছি। যখন দৃশ্যটা শেষ হয়েছে, সবাই হাততালি দিয়েছে।’

মিম বলেন, ‘পরিচালকই আমাকে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আয়োজনও ছিল ব্যাপক। হাজারখানেক মানুষের মধ্যে দৃশ্যটা করতে হয়েছে। একটা মিছিলও দেখানো হয়েছে। এত বিশাল জনসমাগমের মধ্যে আমাকে দৃশ্যটা করতে হয়েছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *