মাটি
শুরু থেকে শেষ অবধি
যা কিছু ঘটেছে
তার কিছু রটেছে।
জগতের সৃষ্টিতে যা কিছু রয়েছে
মাটির পরশ তারা পেয়েছে।
মৃত্যুর পরে সব
মিশে যাবে মাটিতে।
তুমি আমি থাকব না
তাতে কি হয়েছে?
কবে শুরু হয়েছিল
কেও তা জানে না।
কবে শেষ হবে সব
কে বলতে পারে তা?
দেখিতে মন চায়
তাঁরে বার বার।
হবে কি দেখা তারে
কোনো এক বার?
আমার শরীরে যা কিছু আছে
জেনেছি তার সব রয়েছে মাটিতে।
কেমনে ঘটিল সেটা
কে পারিবে বলিতে?
হঠাৎ ধরেছে মনে
মাটিতে পা ফেলতে।
মাটির গুণাবলি জানিবার পরে
ধরেছে মন আমার তাঁহার ওপরে।
সব কিছু সহ্য করে
চলেছে বহন করে,
শুরু থেকে শেষ ক্ষণ
প্রতিবাদ ছাড়া।
হঠাৎ ভাবছি আমি
মাটির ওপর সিজদা করি,
দিতে তার প্রতিদান!
আলো-বাতাস সাথে
পানি আর মাটি,
এ ঋণ শোধ করিতে
দিতে হবে কি?
এমনটি ভাবনা ধরেছে হৃদয়ে,
স্রষ্টা জানেন শুধু কি হবে পরে!
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
rahman.mridha@gmail.com