Home দুর্ণীতি সিইসির নেতৃত্বে বঙ্গভবনে নির্বাচন কমিশনাররা
জুন ১৯, ২০২৩

সিইসির নেতৃত্বে বঙ্গভবনে নির্বাচন কমিশনাররা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার কমিশনার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন। সোমবার দুপুর ১২টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তারা। এর পর বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ শুরু হয়। বঙ্গভবনে যাওয়া কমিশনাররা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর। এ ছাড়া তাদের সঙ্গে রয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। তবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে অবস্থান করায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত নেই বলে জানা গেছে।

মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর পর গত ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর এটি নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ তার।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *