Home সারাদেশ কুমিল্লায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ, ৪ কিশোরের মৃত্যু
জুন ১৯, ২০২৩

কুমিল্লায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ, ৪ কিশোরের মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানে করে ফুটবল খেলতে আসা চার কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন গুরুতর আহত আহত হয়েছে।

আজ রবিবার (১১ জুন) বিকেলে মহাসড়কের উপজেলার জোরকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব জোরকানন ইউপির লালবাগ গ্রামের শাহ আলমের ছেলে সাকিব (১৪), একই গ্রামের ভুতা মিয়ার ছেলে ফয়সাল (১৫), মোহন মিয়ার ছেলে শাহিন আলম (১৬) ও আলী আহমেদের ছেলে পিকআপ ড্রাইভার মোর্শেদ (৩৪)।

অপরদিকে আহতরা হলেন- ওই ইউপির একই গ্রামের কামালের ছেলে হাসান, আব্দুর রহিমের ছেলে ফয়সাল, জাফরের ছেলে রিফন, জয়নাল আবেদীনের ছেলে সৈকত, মিজানের ছেলে সাগর ও তার ভাই ইয়াছিন, ইব্রাহিমের ছেলে ফাহাদ, মালেকের ছেলে শাকিব ও সালাউদ্দিন প্রমূখ। তাদের সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে আরো অনেকর নাম জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) খেলায় অংশ নিতে পিকআপ যোগে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিল খেলোয়ারসহ এলাকার লোকজন। তবে তারা উল্টে পথে যাচ্ছিলেন।

এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি খাদে পড়ে যায়। পিকআপে থাকা লোকজন আহত হয়। তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সদর দক্ষিণ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সাত জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নিহত সাবিকের চাচা রবিউল আলম রুবেল দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে বলেন, দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে তার ভাতিজা ফুটবল খেলা দেখার জন্য সদর দক্ষিণ উপজেলা মাঠে পিকআপ যোগে সবার সঙ্গে রওনা দেন। সন্ধ্যার একটু আগে খবর পাই ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে। খবর শুনার পর পরই ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজাসহ মোট চারজন নিহত হয় এ ঘটনায়। আহত হয়েছে আরও ১০-১২ জন। সবাই কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ওই পত্রিকাকে জানান, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ নিতে পিকআপ যোগে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিলেন। তবে তাদের গাড়ি উল্টো পথে চলছিল। এ সময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সদর দক্ষিণ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিশাদ সুলতানা ওই পত্রিকাকে বলেন, সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালের আনার পর ৪জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে বেশ কয়েক জন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *