Home উপ-সম্পাদকীয় অপরাধী কবি
জুন ১৯, ২০২৩

অপরাধী কবি

শুধুমাত্র কবি হবার অপরাধে বারবার আমি আত্মহত্যাপ্রবণ অঞ্চলে অস্থির পায়চারি করি

গোলাপের কাছ থেকে চেয়ে আনা প্রেম শুকিয়ে গুঁড়ো হয়ে যায়

চাঁদের কাছে লেখা মন খারাপের চিঠি বাতাস কেড়ে নেয়,

উড়িয়ে নিয়ে যায় কোন দূরের তেপান্তরে!

 

শুধুমাত্র কবি হবার অপরাধে আমি মিথ্যেবাদী শেয়াল হতে পারিনি,

ওরা তাই বন থেকে তাড়িয়ে দিয়েছে,

লোকালয়ের প্রবেশদ্বারে কাঁটাতার বসিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে,

আমি কোথায় যাবো, কার কাছে বলবো আমি একা!

 

শুধুমাত্র কবি হবার অপরাধে আমার সমস্ত প্রেমিকারা আমাকে ছেড়ে গিয়েছে,

তারপর তারা সুখী হয়নি বলে অভিযোগের বিষাক্ত তীর নিয়মিত ছুঁড়ে দিচ্ছে আমার দিকে!

 

কবি হবার অপরাধে আমি কাউকে বলতে পারিনি-

আমি জানি আমি খুব একা, আমার শবদেহ আমাকেই বয়ে নিতে হবে,

তোমরা কেবল আমাকে আর কটাদিন সহ্য করো,

আর একটা কবিতা লেখা হলেই আমি চলে যাবো,

আর ফিরে আসবো না কোনো মিথ্যে ভালোবাসায়!

 

লেখক : অভিমানী লেখক ইসহাক।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *