Home চাকুরী বাংলাদেশ ব্যাংক নিয়োগ এর সকল সার্কুলার ২০২৩ – Bangladesh bank Job Circular (erecruitment bb) 2023
জুন ১৮, ২০২৩

বাংলাদেশ ব্যাংক নিয়োগ এর সকল সার্কুলার ২০২৩ – Bangladesh bank Job Circular (erecruitment bb) 2023

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৩: প্রতিবারের মত এইবারও বাংলাদেশ ব্যাংক অনেক গুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তাই, শিক্ষাগত যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে/অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। নিম্নে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সার্কুলারটির সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হল।

Bangladesh Bank Job Circular 2023

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২১ তারিখের বিজ্ঞপ্তি নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৩-এর আলােকে বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী প্রােগ্রামার’ পদে নিয়ােগের লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি নং-২০/২০২১ তারিখ ১৮/০৩/২০২১-এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, বিজ্ঞপ্তি নং-২০/২০২১-এর বিপরীতে প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই। তবে বিজ্ঞপ্তি নং২০/২০২১-এর বিপরীতে যে সকল আবেদনকারী প্রার্থী প্রবেশপত্র ডাউনলােড করতে পারেননি তারা এ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলােড করার সুযােগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

জব হাইলাইট:

নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংক
চাকরির ক্যাটাগরি: সরকারি চাকরি
পদের সংখ্যা: বিজ্ঞপ্তিতে দেখুন
লোক সংখ্যা: বিজ্ঞপ্তিতে দেখুন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস (বিষয়গুলো বিজ্ঞপ্তিতে দেখুন) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স: ১৮-৩০ বছর
গ্রেড:
আবেদনের শুরুর তারিখ: উল্লেখ করা নাই।
আবেদনের শেষ তারিখ: ১৫-৭-২০২৩
আবেদনের মাধ্যম: অনলাইন/অফলাইনে
আবেদনের ঠিকানা: https://jobs.bdjobs.com/
অফিসিয়াল ওয়েবসাইট:

বাংলাদেশ ব্যাংক/অন্যান্য প্রাইভেট ব্যাংক প্রায় প্রতি বছর তাদের প্রতিষ্ঠানের জন্য নিয়োগ প্রকাশ করে থাকে। তাদের ওয়েবসাইটে প্রায়ই দেখা যায়। বিভিন্ন পদে, অভিজ্ঞ/অনভিজ্ঞ তারা নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি বেকারত্বের জন্য এক দুর্দান্ত সুযোগ। আর এই সুযোগ কে যদি কাজে লাগানো যায় তবে বেকারত্বের জন্য বেশ ভালো সুযোগই বলা যায়। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হয় তাদের ওয়েবসাইটে ঠিক তখন তাদের সার্কুলার অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি মিলে যায় তবে দ্রুত আবেদন করে ফেলা উচিৎ। যখন আবেদন করা হয় তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। আবেদন ফর্মে কোনো প্রকার ভুল তথ্য যেনো না থাকে।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৩

আরও দেখুন: চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

আবেদন করার প্রক্রিয়া: আগ্রহীরা প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫-৭-২০২৩ তারিখ

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও যোগ্যতা:

  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা:

শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ

৫.০০ পয়েন্ট স্কেলে সমতুল্য শ্রেণি/বিভাগ
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম তৃতীয় বিভাগ

বাংলাদেশ ব্যাংকে চাকরি

(২) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/582 অনুযায়ী অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ

অর্জিত সিজিপিএ সমতুল্য শ্রেণি/বিভাগ
৪.০০ পয়েন্ট স্কেলে ৫.০০ পয়েন্ট স্কেলে
৩.০০ বা তদূর্ধ্ব ৩.৭৫ বা তদূর্ধ্ব প্রথম শ্রেণি/বিভাগ
২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম  দ্বিতীয় শ্রেণি/বিভাগ
১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কম তৃতীয় শ্রেণি/বিভাগ

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

চলমান বিজ্ঞপ্তি –

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

পুরোনো বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

পুরোনো বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

সাধারন শর্তাবলী যা ব্যাংক জব এর জন্য প্রত্যেক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়। সবার সুবিধার জন্য নিম্নে ইংরেজিতেও শর্তাবলী গুলো দেওয়া হল:

১। অনলাইনে আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উল্লিখিত ওয়েবসাইটেই পাওয়া যাবে।

২। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থী তার স্বাক্ষর ও সদ্য তােলা Formal রঙিন ছবি আপলােড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে।

৩। O’ Level এবং A’ Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৪। Online Application Form এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

৫। Online এ আবেদন করার পর CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র Download করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়ােজন হবে।

৬। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৭। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনাে কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।

৮। চাকুরীরত প্রার্থীগণ তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের পূর্বানুমােদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়ােগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক
পরীক্ষার বাের্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেওয়া হবে না।

৯। আবেদনের সময় প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নােটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বাের্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে হতে হবে।

১০। অসম্পূর্ণভুল তথ্য আবেদন কোন প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

১১। নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

১২। কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যােগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

১৩। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

The terms and conditions are given in English:

1. The rules and other conditions for filling Application Form while applying online can be found on the said website.

2. As per the instructions provided on the website, the candidate will upload his signature and color picture Formal the new one at the designated place of the online application form. The background of the signature and picture must be white.

3. In case of O’ Level and A’ Level, the equivalent certificate (Equivalence Certificate) issued from this domestic-related education board, a degree from foreign universities should be provided as per the Equivalent Certificate (Equivalence Certificate) issued by the Concerned University/University Grants Commission/Appropriate Authority.

4. Online Application Form the date of the test results published by the examination controller must be mentioned.

5. After applying for this Online, CV Identification Number, Tracking Number, and Password should be properly preserved. The information described in the examination entrance will be downloaded and the information described in the next various tasks will be used.

6. Candidates have to appear for written and oral examinations.

7. Candidates do not have to send any documents initially. Candidates who have passed the written test will have to appear for the oral examination along with the required documents in support of the information provided in the application. They will be allowed to appear for the oral examination, subject to verification of the accuracy of the documents filed.

8. The employed candidates can apply on the prior request of the authority that is taking them. No objection letter of the governing authority oral, if passed the written test Must be submitted to the examination bar. Otherwise, the candidate will not be allowed to appear in the oral examination.

9. In favor of the permanent address provided at the time of application, the certificate signed by the Mayor/Mayor of the Municipality/ Councillor/Union Parishad Chairman/Notary Public should be submitted to the oral examination board. If married women candidates use their husband’s address as a permanent address, the certificate should be in favor of the permanent address.

10. Incomplete incorrect information application will be cancelled without any kind of request.

11. The latest government policy on quota suing will be followed in the case of niag.

12. In case of shortage of documents or subsequent deficiency of any candidate’s dues or corruption, providing untrue information, filing of a fake certificate, resorting to mismanagement, resorting to fraud or serious (Substantive) error or deficiency in the application form or if the information provided is proved false, the candidature of the candidate will be canceled at any stage of the process.

13. Bangladesh Bank authorities reserve the right of candidates to take final decisions in case of grant or not.

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পুরোনো বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

👉 সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের  ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৩, বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, Bank Job Circular 2023, Bangladesh Bank Job Circular 2023

অন্যান্য চাকরির খবর জানুন…

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

ব্যাংকে চাকরি পাওয়ার উপায়ঃ

  • গণিতের ব্যাপারে একটা অংক দেখবেন যে বারবার ঐ একটাই অংক পরীক্ষায় আসছে। আবার অন্যদিকে ইংরেজির গ্রামারের বেলায় নিজের ভিত্তি গরে না তুলতে পারলে গ্রামারের কোন কিছুই সমাধান করতে পারবেন না।
  • সাধারণ জ্ঞানের বেলায় ঐ একই সূত্র পরস্পরের সাথে গাঁথা। মূল কথা হলো প্রতিটি বিষয়ের উপর ভাল দক্ষতা না থাকলে এই প্রতিযোগিতার বিশ্বের চাকরির বাজারে টিকে থাকা অনেক কঠিন হয়ে দাঁড়াবে।
  • চাকরির পরীক্ষায় টিকতে হলে আপনাকে কৌশলী না হলে জব টা হাতছাড়া হয়ে যেতে পারে। পরীক্ষায় হলে দেখবেন কেউ কেউ এক ঘন্টার পরীক্ষায় কয়েক মিনিটের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করে ফেলে। এতে কেউ কেউ হিংসা করে তাঁর সফলতা দেখে। এখানে কৌশলী হবার ভূমিকা অনেক সাহায্য করে।
  • যদি কৌশলী হোন তাহলে পরীক্ষার হলে সময়ের আগেই পরীক্ষা শেষ করতে পারবেন। এতে যেকোন ধরণের চাকরি পাওয়া সহজ হয়ে যাবে।

ব্যাংকে চাকরির জন্য যেভাবে প্রস্তুতি নিবেনঃ

  • কম্পিউটার প্রযুক্তির জন্য বাজারের যেকোনো বই আদ্যোপান্ত ভালোভাবে পড়ার পাশাপাশি দৈনিক পত্রিকার টেক বা প্রযুক্তি পাতা নিয়মিত পড়লে তা ফলপ্রসূ হয়।
  • সমসাময়িক নানা বিষয়ে সম্যক ধারণা থাকলে তা পরীক্ষায় কাজে আসে।
  • লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে রচনা, সংক্ষিপ্ত অনুবাদ, প্যাসেজ থেকে প্রশ্নোত্তর, ভুল সংশোধন থাকতে পারে। এ বিষয়গুলো আগে থেকেই চর্চা করলে ভালো ফল পাওয়া যায়।
  • অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি পাতা এবং সাম্প্রতিক কলামগুলো নিয়মিত পড়তে পারলে কাজে আসে; বিশ্লেষণী লেখার সক্ষমতা বাড়ে এবং দেশের বার্ষিক প্রবৃদ্ধি (জিডিপি), রপ্তানি ধারা, প্রবাসী আয় বা রেমিট্যান্স, রিজার্ভ, কৃষি পরিস্থিতি, দারিদ্র্য হ্রাস, শ্রমবাজার, বিনিয়োগ পরিস্থিতি প্রভৃতি অগ্রগতির তথ্য নোট করে রাখুন, লিখিত অংশে কাজে লাগবে।

যেভাবে পড়লে ব্যাংকে চাকরি পাবেনঃ

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, ট্রাস্ট, ব্যাংকসহ অনেক সার্কুলার হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক),কম্পিউটার, IT & IQ. প্রশ্ন করা হবে। MCQ পাস না করলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ব্যাংক জব পরীক্ষায় ব্যাংকভেদে পরীক্ষার ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও প্রশ্নের ধরন সাধারণত একই ধরনের হয়ে থাকে।

এমসিকিউ পর্ব: সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ও পাজলস থেকে। আর লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকে গণিত, ইংরেজি ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইগুলো নিয়মিত পড়লে প্রস্তুতিতে কাজে দেবে। সরকারি ব্যাংকগুলোতে নিজের মেধা ব্যবহার করা ছাড়া উপায় নাই। ভালো ফলাফল থাকতে হবে এবং ব্যাংকের পরীক্ষায় ভালো স্কোর থাকতে হবে। মাসিক পত্রিকা যেমন- কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ প্রভৃতি পড়তে হবে। ওরাকল, প্রফেসরসসহ অনেক প্রকাশনী সরকারি ও বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের বই বের করে।

চাকরিতে আবেদন করার জন্য কত টুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় ?

স্নাতকোত্তর/স্নাতক/ ডিপ্লোমা/এইচএসসি/এসএসসি/৮ম পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়।

চাকরিতে আবেদন করার মাধ্যম কি ?

অনলাইনে বা ইমেইলের মাধ্যমে

চাকরির সময়সীমা কতদিন থাকে?

সাধারনত ১মাস/২০ দিন/১৫ দিন/১০ দিন আবেদন করার সময়সীমা থাকে।

ব্যাংকের চাকরিরে বেতন কত থাকে?

পদ অনুযায়ী বেতন দেওয়া হয়ে থাকে।

চাকরিতে আবেদন এর ফি কত থাকে ?

সাধারনত পদ ও গ্রেড অনুযায়ী আবেদন এর ফি থাকে যেমনঃ ১০০০/৭০০/৫৬০/৪৪৮/৩৬০/২৫৬/১১২/৫৬ টাকা ইত্যাদি

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *