Home খেলা যে কারণে দলে ফেরানো হলো নাঈম-আফিফকে
জুন ১৮, ২০২৩

যে কারণে দলে ফেরানো হলো নাঈম-আফিফকে

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয়ের রেশ না কাটতেই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, রনি তালুকদার এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। তাদের জায়গায় দলে ফিরেছেন আফিফ হোসেন ও তাসকিন আহমেদ।

এছাড়া দুই বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ওপেনার নাঈম শেখ।

আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল মৃত্যুঞ্জয়ের। তবে আশানুরূপ পারফর্ম করতে না পারায় আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন এই পেস অলরাউন্ডার। রাব্বিসহ দুই ক্রিকেটারের বাদ পড়ার পেছনে কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিসিবির প্রধান এই নির্বাচক বলছিলেন,‘মৃত্যুঞ্জয়কে তো আমরা নিয়েছিলাম তাসকিনের জায়গায়। রাব্বি আমাদের রাডারে রয়েছে,আমরা কয়েকজন খেলোয়াড়কে ঘুরে-ফিরে খেলিয়ে দেখছি।’

এদিকে এক সিরিজ পর দলে ফেরা আফিফকে নিয়ে নান্নুর বক্তব্য,‘আফিফ তো আগে থেকেই আমাদের সঙ্গে ছিল। মাঝখানে তাকে আমরা ডিপিএল খেলার সুযোগ করে দিয়েছিলাম। সেখানে সে ভালো ছন্দ খুঁজে পেয়েছে, এজন্য তাকে আবার ইন করিয়েছি।’

দুই বছর পর ওয়ানডে দলে ফেরা নাঈম শেখকেও বাজিয়ে দেখতে চান নান্নু। অবশ্য রনির দলে না থাকার কারণও স্পষ্ট করেছেন তিনি, ‘সে (নাঈম) ডিপিএলে রান করেছে এবং যথেষ্ট ফর্মেও রয়েছে। আমরা এখন দুই ওপেনারের মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করছি। রনি যেহেতু টি-টোয়েন্টি খেলবে, সেজন্য এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তাকে দেখতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। তাই আমরা দলে একটু পরিবর্তন এনেছি।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *