Home চাকুরী ২৫০ জন অফিসার নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক
জুন ১৮, ২০২৩

২৫০ জন অফিসার নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক: ব্যাংকিং ক্যারিয়ার জগতের সবচেয়ে অকর্ষণীয় ও কাঙ্ক্ষিত চাকরি হিসেবে পরিচিত দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের চাকুরি। অনভিজ্ঞ প্রার্থীদের তাদের স্বপ্নের এই ক্যারিয়ার গাড়ার সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

পদসমূহ:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অফিসার (জেনারেল)’ পদে ২৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। তবে এই পদের সংখ্যা বাড়াতে বা কমতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো একটি পর্যায়ে প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়স

১১ জুন, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (bit.ly/2snqbaq) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১২ জুলাই ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *