বাবা হওয়ার ক্ষেত্রে বয়সকে হার মানিয়েছেন যেসব তারকা
বাবা হওয়ার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার নয়— বলে মনে করেন বেশিরভাগ পুরুষ। আধুনিক আর্থ-সামাজিক বাস্তবতায় দিন দিন বাড়ছে বয়স্ক বাবাদের সংখ্যা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ৯২ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন। বয়সকে তাক লাগিয়ে যেসব তারকা বাবা হয়েছেন এনডিটিভির তাদের নিয়ে প্রতিবেদন করেছে।
বলিউডও পিছিয়ে নেই। ৫০ বছর বয়সি প্রভুদেবা সম্প্রতি একটি কন্যাসন্তানের বাবা হয়েছেন। ২০১৩ সালে ৪০ বছর বয়সে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের জন্ম হয়।
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ৫০ বছর বছরে দ্বিতীয় সন্তানের আশা করছেন। বলিউডের ছোট নবাব সাইফ আলীও পিছিয়ে নেই। তিনি যখন ৪০-এর কোঠায় ছিলেন তখন দুই সন্তানের বাবা হন। বাবা হওয়ার কোনো বয়সের সীমা নেই। এই সেলিব্রেটিরা এটিই প্রমাণ করেছেন।