তাজু কান্তি দে, রামগড় প্রতিনিধি: শুক্রবার ১৬ জুন ২০২৩ ইং আনুমানিক রাত ৮ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে কর্মরত হাবিলদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত প্রধান ফটক (জিআর-৭৯৫৪২৭ এমএস ৭৯এন/৯) নামক স্থান হতে বনবিভাগ কর্তৃক নিষিদ্ধ সময়ে কর্তনকৃত মালিকবিহীন ৩১৫০ টি বিভিন্ন প্রকার বাঁশ জব্দ করেছে বিজিবি । জব্দকৃত বিভিন্ন প্রকার বাঁশের বাজার মূল্য ৫ লাখ ৫ হাজার টাকা। পরে এসব বাঁশ রামগড় বনবিট অফিসে জমা করা হয়েছে।