Home বিশ্ব উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫
জুন ১৭, ২০২৩

উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

উগান্ডার পশ্চিমাঞ্চলে একটি মাধ্যমিক স্কুলে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস মিলিশিয়া যোদ্ধারা সন্ত্রাসী হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করেছে। শনিবার জাতীয় পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি এ কথা জানায়। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো সীমান্তের কাছে রাতের এ হামলার বিষয়ে মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেন, এখন পর্যন্ত ২৫টি লাশ স্কুল থেকে উদ্ধার এবং বেওয়ারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া আটজন বেওয়ারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

সেনাবাহিনী ও পুলিশ ইউনিটগুলো হামলাকারীদের ডিআর কঙ্গো সীমান্তে অবস্থিত ভিরুঙ্গা জাতীয় উদ্যানের এডিএফের ঘাঁটির দিকে তাড়া করেছে।

উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী এডিএফ মূলত ১৯৯০-এর দশকে ডিআরসিতে (কঙ্গো) পদার্পণ করে এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ ওঠে।

২০১৯ সাল থেকে ডিআরসির পূর্বাঞ্চলে কিছু এডিএফের হামলাকে ইসলামিক স্টেট গ্রুপের বলে দাবি করা হয়। তারা নিজেদের ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রভিন্সের স্থানীয় যোদ্ধা বলে দাবি করে আসছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *