Home জেলা রাজনীতি সরকার ক্ষমতা কুক্ষিগত করতে বারবার পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছে: ইসলামী আন্দোলন
জুন ১৬, ২০২৩

সরকার ক্ষমতা কুক্ষিগত করতে বারবার পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছে: ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য।

কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছে। যারা ইনিয়ে-বিনিয়ে জাতিকে ধোঁকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলছে।

বর্তমান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পেছনে ফেলে ইতোমধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে।

শুক্রবার (১৬ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত শায়েখে চরমোনাইকে নিয়ে মানসিক বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনারের কাণ্ডজ্ঞানহীন ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ও খুলনা-বরিশালে অনুষ্ঠিত ডিজিটাল প্রহসনের নির্বাচন ও বিসিসি মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের ওপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্বক তিনি এসব কথা বলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *