Home চাকুরী আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ২৬ লাখ ৭৯ হাজার
জুন ১৫, ২০২৩

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ২৬ লাখ ৭৯ হাজার

কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে আমান প্রজেক্টে ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ/নিউট্রিশন/মেডিসিন/হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট/সমাজবিজ্ঞান/ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ মেডিকেল ডিগ্রি থাকতে হবে। জাতীয়/আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা/ইউএন এজেন্সির পাবলিক হেলথ প্রকল্পে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোলেসেন্ট অ্যান্ড উইমেনস হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ ও প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *