Home সারাদেশ রামগড়ে বিদ্যুৎস্পষ্টে টমটম চালকের মৃত্যু
জুন ১৫, ২০২৩

রামগড়ে বিদ্যুৎস্পষ্টে টমটম চালকের মৃত্যু

তাজু কান্তি দে, রামগড় উপজেলা প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে টমটম চার্জে দেওয়ার সময় বিদ‍্যুৎস্পৃষ্টে আরমান (২৬)নামে এক টমটম চালকের মৃত্যু হয়। ১৪ জুন (বুধবার) রাত ৮টার সময় চৌধুরী পাড়া এলাকায় এঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে হাসপাতালে পাশে একটি কাঁঠের ঘরে ইজিবাইক (টমটম) চার্জরত অবস্থায় ছিলো, আরমান স্কুল মাঠ থেকে ফুটবল খেলা শেষ করে টমটমে চার্জ হচ্ছে কিনা দেখতে যায় ” তখনই তার গলায় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে সে মাঠিতে পড়ে যায় কিছুক্ষণ পরে তার অবস্থান সম্পর্কে সন্দেহ হলে দোকানের সামনে থাকা লোকজন ও ইজিবাইক এর মালিক শ‍্যামল মার্মা ঘরের ভিতরে ঠুকলে তাকে নিচে পড়ে থাকতে দেখেন,এবং সবাই মিলে তাকে রামগড় সরকারি হাসপাতালে নিয়ে যান।, হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আরমান (২৬) রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের…কমপাড়া এলাকার মোঃ আরিফ হোসেন এর ছেলে।

রামগড় থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আমীন সুত্রে জানা গেছে উদ্ধারকৃত লাশটি প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে, এই বিষয়ে থানায় একটি অপমৃত‍্যু মামলা প্রক্রিয়াধীন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *