Home সারাদেশ যাত্রীবাহী বাসে মিলল দেড় কোটি টাকার হেরোইন
জুন ১৫, ২০২৩

যাত্রীবাহী বাসে মিলল দেড় কোটি টাকার হেরোইন

চট্টগ্রামের প্রবেশদ্বার একে খান গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই কেজি ওজনের হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স টিম, যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।  বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এটি সাম্প্রতিক সময়ের সবচে বড় মাদকের চালান উদ্ধারের ঘটনা।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, একটি বড় মাদকের চালান পাচার হচ্ছে— এমন গোপন সংবাদ ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সদস্যরা ফৌজদারহাট থেকে একে খান গেট এলাকায় নজরদারি শুরু করে। সন্দেহভাজন শ্যামলী পরিবহণের একটি বাস থামিয়ে প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়।

একটি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ তল্লাশিকালে পাওয়া যায় হেরোইনের প্যাকেট। ওই ব্যাগের ভেতরে সাদা প্লাস্টিকের ৮টি প্যাকেটে ছিল প্রায় দুই কেজি ওজনের হেরোইন। তবে ওই ব্যাগের মালিক কে টাস্কফোর্স সদস্যরা তা শনাক্ত করতে পারেননি।

ওই গাড়ির ড্রাইভার এবং হেলপারকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো সংস্থার মেট্রোশাখার কাছে হস্তান্তর করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *