Home বিনোদন প্রথমবারের মতো বাবার সিনেমায় ভাবনা
জুন ১৪, ২০২৩

প্রথমবারের মতো বাবার সিনেমায় ভাবনা

নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করেন আশনা হাবিব ভাবনা। গত কয়েকমাসে তিনি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। এরমধ্যে একটির নাম ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করেছেন তারই বাবা হাবিবুল ইসলাম হাবিব।  মিডিয়ায় দীর্ঘদিন কাজ করলেও বাবার পরিচালনায় নির্মিত সিনেমায় এটাই ভাবনার প্রথম কাজ। এটি নির্মিত হয়েছে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে।

এদিকে কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ভাবনা অভিনীত শুদ্ধমান চৈতন্য পরিচালিত ‘দামপাড়া’। সিনেমাটি মুক্তিযুদ্ধকালীন পুলিশের এক এসপির কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে। সেই এসপির নাম শামসুল ইসলাম। ভাবনাকে দেখা যাবে তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায়। আর শামসুল ইসলামের চরিত্রের ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

দুটি সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে দামপাড়া সিনেমায় কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। নির্মাতা শতভাগ চেষ্টা করেছে সিনেমাটি ভালোভাবে নির্মাণের জন্য। আর যাপিত জীবন একটি অসাধারণ সিনেমা। আমি খুব আশাবাদী দুটি সিনেমা নিয়ে।’

নির্মাতা জানিয়েছেন, বর্তমানে ‘যাপিত জীবন’ সিনেমার ডাবিংয়ের কাজ চলছে। আরও দু’মাস পর সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *