নারায়নগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি-প্রস্তর স্থাপন
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে অসহায় ও চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সম্প্রতি নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল এর ভিত্তি-প্রস্তর স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এই মহতি উদ্যোগে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক লোক।
–সংবাদ বিজ্ঞপ্তি