Home তথ্য প্রযুক্তি ১৪ জুন থেকে শুরু হচ্ছে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম
জুন ১৪, ২০২৩

১৪ জুন থেকে শুরু হচ্ছে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম

১৩ জুন, মঙ্গলবার, চট্টগ্রাম : বাংলাদেশ কম্পিউটার সমিতি, চট্টগ্রাম শাখার আয়োজনে ১৪-১৬ জুন চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের জমকালো প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম’। ‘প্রযুক্তিতে হবো সমৃদ্ধ বেশ/ গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৮১টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম ’ উপলক্ষে আজ (১৩ জুন, মঙ্গলবার) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, সহ-সভাপতি এবং প্রদর্শনীর

কেন্দ্রীয় সমন্বয়কারী মো. রাশেদ আলী ভূইয়ার উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস চট্টগ্রাম শাখার চেয়ারম্যান এবং প্রদর্শনীর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী। এসময় বিসিএস চট্টগ্রাম শাখার ভাইস চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম, সেক্রেটারি সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ রাখাল চন্দ্র নাথ, প্রাক্তন চেয়ারম্যান মো. সুফিয়ান আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ৮১টি স্টল এবং ১৬টি প্যাভেলিয়ন থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর লটারি অনুষ্ঠিত হবে। ড্র’তে মিলবে আকর্ষণীয় উপহার।

সম্মেলনে আরো জানানো হয়, দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা মিলবে। এছাড়া ইনোভেশন জোন, বঙ্গবন্ধু কর্ণার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ এবং গেমিং জোন থাকবে। এই জোনগুলোতে নিত্যনতুন আবিষ্কারের দেখা মিলবে। পাশাপাশি গেমিং জোনে গেইম খেলার সুযোগ মিলবে। থাকবে ফুড কোর্ট।

এক্সপোর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী জানান, এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির নিত্যনতুন ও জীবনধারাভিত্তিক আবিষ্কারের খোঁজ মিলবে যার মাধ্যমে সাধারণ জীবনে পাওয়া যাবে স্মার্ট সল্যিউশন। পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্যে থাকবে ৫টি সেমিনার ও বিটুবি সেশন।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম এর প্রবেশমূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও রোটারেক্ট, রোটারি, লিও এবং লায়ন্স ক্লাবের সদস্যদের পাশাপাশি সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের জন্যও প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ জুন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল), এম,পি, প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম,

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব এম. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস

প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ মশিউর রহমান, কেন্দ্রীয় সমন্বয়কারী বিসিএস সহ-সভাপতি জনাব মো. রাশেদ আলী ভূইয়া, প্লাটিনাম স্পন্সর সিডনিসান ইন্টারন্যাশনাল এর সিইও জনাব সাগর টিটোসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর আইমো-সিডনিসান । গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ডিডিএন, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, এমএসআই এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।

প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, কম্পিউটার সল্যিউশন ইনক, টিপি লিঙ্ক-এক্সেল, স্কাই ভিউ, গোল্ডেন ট্রেন ইন্টারন্যাশনাল বিডি, ভিউসনিক, অরিয়েন্ট বিডি লিমিটেড, প্যানটাম, টেন্ডা-সাউথ বাংলা কম্পিউটার্স এবং ভিভাঙ্কো ভেরিকম।

গেমিং পার্টনার হিসেবে এক্সপোতে থাকবে ইউসিসি। নিরাপত্তা সহযোগী হিসেবে থাকবে ডাহুয়া-সিডনি সান। যোগাযোগ সহযোগী হিসেবে থাকছে ডিডিএন।

সংবাদ সম্মেলনে প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিসিএস সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া স্বাগত বক্তব্য দেন এবং বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার সাংবাদিকদের প্রশ্নোত্তরের জবাব দেন।

 

 

–সংবাদ বিজ্ঞপ্তি

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *