৮ বছরের শিশু বলাৎকার অভিযোগ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপতার
সিয়াম, ইসলামপুর উপজেলা প্রতিনিধি:
ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ফকির আলী নমের এক বৃদ্ধ কৃষক,বিভিন্ন প্রোলভনের মাধ্যমে এক নাবালক শিশুকে বলাৎকার করার অভিযোগে গ্রেফতার হয়।
-
শনিবার(১০ই জুন) ফকির আলী নামের এক বৃদ্ধ লোক, ভোর সকালবেলা মূকুল নামের এক বালককে তার নিজস্ব পাট ক্ষেতে ডেকে জোরপূর্বক বলাৎকার করে।ভোর সকাল ৬টায় নিজস্ব চাষের জমিতে,আগাছা নিড়ানি দিচ্ছিলো অভিযুক্ত ফকির আলী,জমির ঠিক পাশেই মূকুলের বাড়ি হওয়ায়,তাকে গবাদিপশুর খাদ্য তৃণলতা, দেয়ার প্রোলভন দেখিয়ে ডাক দিয়ে নিয়ে যায় পাট ক্ষেতের মঝে ,বলে জানিয়েছেন স্থানীয়রামাহফিজুর আলম তার সন্তান মূকুলের সন্ধানে বের হলে,নির্যাতিত মূকুলের চিৎকার ভেশে আসে তার কানে এবং, ঘটলা স্থলে গিয়ে প্রত্যক্ষ করতে পারেন এই চিৎকারের রহস্য।কিছু সময়ের জন্য ফকির আলীকে বধা হয় গাছের সাথে,সকাল সকাল মাহফুজুর আলমকে এ কর্মকাণ্ড করতে দেখে ছুটে আসে আশেপাশে থাকা লোকজন।অন্যদিকে নির্যাতিত মূকুলের দূর্বিষহ অবস্থার কারণে, শিশুটিকে নিয়ে যাওয়া হয় ২৫০শয্যা বিশিষ্ট ইসলামপুর সরকারি হাসপাতালে।পর্যায়ক্রমে বষয়টি স্থনীয় মেম্বার ও উক্ত অঞ্চলের প্রতিনিধিদের কানে যাওয়া মাত্র,ঘটনাস্থলে ছুটে আসেন তারাও।পরদিন রবিবার,রাত ৮ঘটিকায়,শিশুটির পিতা মামলা দায়ের করার কারণে ফকির আলীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।শিশুটির পিতামাতার দাবি একটাই,কঠিন বিচার চাই এই নরপিশাচ ফকির আলীর।তার মতো আর কেও যেনো এমন আচরণ আর প্রদর্শন না করাতে পারে পরবর্তী।৪০ বছরের আধিক বয়সী দুইসন্তানের অধীকারী এই বৃদ্ধ,স্ত্রী জীবিত থাকা অবস্থায় ৮ বৎসরের এক বালকের সাথে এমন কর্মকাণ্ড করায় হতভাগ একালাবাসী।মো: ফকির আলী পরলোক গমনের পথযাত্রী হয়েও,তার এই নোংরা ও অস্বাভাবিক কর্মকাণ্ড করায় নিন্দনীয় চোখে দেখছে এলাকা বাসী।তাদের বক্তব্য,নাতির বয়সী এক বালকের সথে কিভাবে এই নিচু কাজ করতে পারলো বৃদ্ধটি।এই বৃদ্ব।