শিক্ষায় উদ্বুদ্ধ করতেই খাগড়াছড়ি জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ
তাজু কান্তি দে, রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ বাড়াতেই ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান।
গত রবিবার ১১জুন দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে শিক্ষার্থী প্রশাসনের গাড়িতেই বিদ্যালয় থেকে নিয়ে এসে জেলা প্রশাসকের সাথে দুপুরের খাবার শেষে তাদের হাতে পুর¯কার তুলে দিয়ে আবার প্রশাসনে গাড়ীতেই বিদ্যালয়ে পৌঁছে দেন।এসময় সংক্ষিপ্ত আলোচনায় খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, ছোটকালে আমরাও সুন্দর স্কুল কলেজ বা ইউনির্ভাসিটি দেখে উৎসাহ দেখতাম, আমাকেও এমন প্রতিষ্ঠানে পড়তে হবে। কোন কর্মকর্তার গাড়ি দেখলেই চিন্তা করতাম একদিন বড় হয়ে এমন সরকারি গাড়ীতে চড়তে হবে। তিনি বলেন, এমন একটি আশা যদি তাদের মাঝে গেথে দেওয়া যায়, তাহলে তারাও একদিন প্রতিষ্ঠিত হবে। মানুষের মাঝে মানুষের একমাত্র পার্থক্য হলো স্বপ্ন। যদি সঠিক স্বপ্ন হৃদয়ে থাকে তাহলে কোন বাধাই বাধা নয়। সে শিক্ষার্থী লক্ষ্যে পৌঁছাতে পারবে। এসময় তিনি উপস্থিত সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারও এমন উদ্যোগ নিতে পারেন।শিক্ষার্থী সংবর্ধনায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনতাসির জাহান, জেলা কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, প্রটোকল) আব্দুল্লাহ্ আল-ইমরান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম, খাগড়াছড়ি জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন, যাদের উদ্দেশ্যে আযোজন সেই নবম শ্রেণীর শিক্ষার্থী তাসমিম সুলতানা ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্ণব ত্রিপুরা।