Home অপরাধ মাদারীপুরে লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেফতার ২
জুন ১৪, ২০২৩

মাদারীপুরে লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেফতার ২

মাদারীপুরের শিবচরে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১২ জুন) গভীর রাতে উপজেলার কাবিলপুর এলাকার মাদরাসা সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শিবচর উপজেলার কাবিলপুর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৪) এবং দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২২)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কোরবানির হাট উপলক্ষে কয়েকজন প্রতারক হাটে বাজারে জাল নোট ছড়াচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের কাবিলপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ওই এলাকার মাদরাসা সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে দুই যুবককে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট ও একটি স্মার্টফোন উদ্ধার করে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন বলেন, সামনে কুরবানিরহাট উপলক্ষে হাটগুলোয় একটি প্রতারক চক্র জাল নোট সরবারহ করার চেষ্টা করেছিল। আমরা খবর পেয়ে কৌশলে দুজন প্রতারকসহ ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট জব্দ করেছি। এই চক্রের আরও সদস্য রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

মঙ্গলবার দুপুরে শিবচর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। পরে আদালতে আসামিদের হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *