Home জাতীয় বিএসএমএমইউর উপাচার্য অবরুদ্ধ
জুন ১৩, ২০২৩

বিএসএমএমইউর উপাচার্য অবরুদ্ধ

ভাতা বাড়ানোর দাবিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভাতা বাড়ানোর দাবিতে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু করেন। বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অবস্থান। আজ দুপুরে তোলা ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অবস্থান। আজ দুপুরে তোলা ছবিছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনের কলাপসিবেল গেট বন্ধ দেখা যায়। গেটের বাইরে ১৫-২৫ জন আনসার সদস্য মোতায়েন ছিল। তখন একজন কর্মকর্তা বলেছিলেন যে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুঠোফোনে যোগাযোগ করলে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি শিক্ষার্থীদের বলেছি, তাঁদের দাবি আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *