Home সারাদেশ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের ভিসানীতি সমর্থন করে : জি এম কাদের
জুন ১৩, ২০২৩

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের ভিসানীতি সমর্থন করে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, সেভাবে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। তবে পরিবর্তনটা কী ধরনের হবে, তা সব দল, মত সবার সঙ্গে কথা বলে একমত হতে হবে।

জি এম কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে, বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।

তিনি আরো বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনো কোথাও থেকে পাইনি।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম মেম্বর মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে জি এম কাদের ও জাতীয় পার্টির নেতারা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জেলা জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ মো. ইলিয়াছ উদ্দিন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *