Home অপরাধ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জুন ১৩, ২০২৩

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা: পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়।  খাগড়াছড়ির রামগড় উপজেলার আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রাসেলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রামগড় থানা পুলিশ ও র‌্যাব-৭ (সিপিসি-১ ফেনী ক্যাম্প) এর যৌথ অভিযানে ফেনীর ফুলগাজী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রামগড় থানার ওয়ারেন্ট অফিসার এসআই মো. সামছুল আমিন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল এলাকায় ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি নুরুল হক ওরফে হকি কোম্পানি নামে এক ব্যক্তিকে  প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রামগড় থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ছয়-সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছেলে।
একই বছরের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। আলোচিত এ হত্যা মামলায় বাদী পক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামি পক্ষের দুজনসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় গত ২৯ মে বাবা-ছেলেসহ একই পরিবারের সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ অন্যরা আদালতে উপস্থিত থাকলেও মো. রাসেল পলাতক ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *