Home চাকুরী লিংকডইনে চাকরি খুঁজে দেবে এআই
জুন ১২, ২০২৩

লিংকডইনে চাকরি খুঁজে দেবে এআই

কৃত্তিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবে মানুষ। বিশেষজ্ঞদের এমন শঙ্কার কথা শোনা যাচ্ছে দির্ঘদিন থেকেই। এ নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উদ্বিগ্ন। তবে এআইকেই চাকরিপ্রার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। প্ল্যাটফর্মটিতে প্রার্থীদের চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এআই। সি-নেট।চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত, তার সন্ধান দেবে এআই। সম্প্র্রতি এমনই এআইভিত্তিক একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি। লিংকডইনের নতুন এ ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। লিংকডইনের হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট বলেন, ‘একটি জেনারেটিভ এআইকে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি। যা প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে কথোপকথন শুরু করতে সাহায্য করবে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *