Home চাকুরী রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৪১ শতাংশ
জুন ১২, ২০২৩

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৪১ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের বিজ্ঞান ও অবিজ্ঞানের ৫টি গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ৪১ দশমিক ৩৫ শতাংশ। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক শহিদুল আলম তথ্যটি জানিয়েছেন।

তিনি জানান, এ বছর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু। প্রশ্নোত্তর মূল্যায়ন করে গ্রুপ-১ পাশ করেছে ৩২.৪২ শতাংশ এবং এই গ্রুপে সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২ এ পাশের হার ৩৮.৩১ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫। গ্রুপ-৩ পাশের হার ৩২.৯৫ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ এ পাশের হার ২৪.৭৬ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৭। এছাড়া গ্রুপ-৫ (অবিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। পাঁচটি টি গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ৪১.৩৫ শতাংশ।

উল্লেখ্য, গত ২৯-৩১ মে বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এক লাখ ৫৮ হাজার ৪৬২ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ২৯ মে ‘সি’ বিজ্ঞানের চার গ্রুপ এবং ৩১ একই ইউনিটের অবিজ্ঞান গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *