Home অপরাধ প্রবাসীর বাড়ীতে হামলা নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুট
জুন ১২, ২০২৩

প্রবাসীর বাড়ীতে হামলা নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুট

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়ায় প্রবাসীর বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

রবিবার ১১ জুন রাত ৮টার দিকে বভদিয়া স্কুলের সামনে নিজাম উদ্দিন মেম্বারের বাড়িতে এঘটনা ঘটে।
জানা গেছে চুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নিজাম উদ্দিনের বাড়ী ভাংচুর, বিশু ফকির ও হানিফ ফকির দোকানে আগুন, ধরিয়ে ও ভাংচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় এলকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সুফিয়া বেগম জানান, রাতে ২০/৩০জনের মিলে আমার বাড়ি ও দোকানে হামলা করে আগুন ধরিয়ে দেয়। দোকানে থাকা টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে। আমার দুই মেয়েকেও মারধর করেছে। তাদের বাড়ির নতুন জানালা ভেঙ্গে চুরমার করে ফেলছে। টাকা পয়সা, স্বরর্ণা অলংকার সব নিয়ে গেছে।
প্রবাসী মোঃ সুজন আহাম্মেদ জানান, রাত ৮টার দিকে ২০/৩০জন দুর্বৃত্ত হঠাৎ করে তার বাড়িতে হামলা চালিয়ে মা চাচী ও স্ত্রীসহ পরিবারে কয়েকজন মহিলাকে মারধর করে। আমার এক মাসের বাচ্চাকে জিম্মি করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি চাবি নিয়ে নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুট করে নিয়ে যায়। আমি ঘটনার সুষ্ঠ বিচার চাই।
এবিয়য়ে রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক পক্ষের মাথা ফেটে গেলে অপর পক্ষের বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। এ খবর শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। দুই পক্ষের অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *