Home খেলা দ্বিতীয় বিয়ের বিষয়ে যা বললেন শোয়েব আখতার
জুন ১১, ২০২৩

দ্বিতীয় বিয়ের বিষয়ে যা বললেন শোয়েব আখতার

নিজের ঝলমলে ক্যারিয়ারের অন্তিমলগ্নে ২০১৪ সালে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েব আখতার বিয়ে করেন রুবাব খানকে। তারা দুই ছেলের বাবা-মা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি সাবেক এই ফাস্ট বোলারকে দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রশ্ন করা হয়।

দ্বিতীয় বিয়ে? প্রশ্নই ওঠে না। শোয়েব আখতার ওই পথে হাঁটতে নারাজ।

তিনি বলেন, ‘জীবনসঙ্গী একজনই যথেষ্ট। লোকে দ্বিতীয় বিয়ে করে বৈকি। কিন্তু আমি মনে করি, যে মেয়ে তার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসে, আপনারও উচিত তার জন্য অনেক কিছু ছেড়ে দেওয়া। স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং তার প্রতি সদয় হওয়া।’

আগামী ১৩ আগস্ট ৪৮-এ পা রাখতে যাওয়া সাবেক ডান-হাতি ফাস্ট বোলার শোয়েব ৪৬ টেস্টে ১৭৮ এবং ১৬৩ ওডিআইতে ২৪৭ উইকেট নিয়েছেন।

২০১১ বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। বর্তমানে শোয়েব একজন ধারাভাষ্যকার।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *