Home বিনোদন বিতর্কের জবাব দিলেন ইলিয়ানা
জুন ১১, ২০২৩

বিতর্কের জবাব দিলেন ইলিয়ানা

ইলিয়ানা ডি ক্রুজ অভিনয় দিয়ে যেমন ভেসেছেন প্রশংসায়, তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কের মধ্যে পড়েছেন এ অভিনেত্রী।  গুঞ্জন আছে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। তবে মা হওয়ার খবর শেয়ার করার পর থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই বলিউড অভিনেত্রীকে।

তবে এই কটাক্ষকে পাত্তা দেননি ইলিয়ানা। বরং মাতৃত্বকালীন সময়কেই উপভোগ করছেন তিনি। এবার সব বিতর্ককে এক পাশে রেখে সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা। সঙ্গে ভালোবাসা উজাড় করে দিলেন মনের মানুষকে।

ইলিয়ানা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেটি একটি সাদাকালো ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি পুরুষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি আবছা হলেও এই পোস্টে ইলিয়ানার ভালোবাসা একেবারে স্পষ্ট।

ইলিয়ানা লিখলেন, অন্তঃসত্ত্বা হওয়াটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আমি খুবই ভাগ্যবতী যে এই অপূর্ব অভিজ্ঞতার মধ্যদিয়ে যাচ্ছি। পাশে যে পুরুষ মানুষটিকে পেয়েছি, সে শক্ত করেছে আমার মনকে। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন আমি কেঁদেছি তখন চোখ মুছিয়েছে, হাসিয়েছে আমায়। তাই সব কঠিন সময়ই আমার কাছে সহজ লাগতে শুরু করেছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *