Home বিনোদন ক্যাটরিনাকে অনেক ভয় পান ভিকি!
জুন ১১, ২০২৩

ক্যাটরিনাকে অনেক ভয় পান ভিকি!

বলিউডের জনপ্রিয় দম্পতির মধ্যে অন্যতম ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাদের রসায়ন যেমন পছন্দ করেন, তেমনই প্রশংসা করেন ভক্তরা৷ সম্প্রতি সারা আলি খান-ভিকি কৌশলের ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’ মুক্তি পেয়েছে। তারা দুজনেই জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সাক্ষাতকারে মুখোমুখি হচ্ছেন ভিকি। এই অভিনেতা এক সাক্ষাতকারে বলেছেন, তিনি স্ত্রীকে অনেক ভয় পান।  খবর হিন্দুস্তান টাইমসের। ভিকি ও ক্যাট ২০২১ সালে চুপিসারেই বিয়েটা সেরে ফেলেন। সম্প্রতি ‘জারা হটকে জারা বাঁচকের’ প্রচারে এসে বহু গোপন কথা বলে ফেলছেন ভিকি। তাকে প্রশ্ন করা হয়- তিনি তার কাজ, চিত্রনাট্য নিয়ে স্ত্রীর সঙ্গে বাড়িতে আলোচনা করেন কিনা? উত্তরে ভিকি জানান, ছবির গানের রিহার্সাল দেখতে ক্যাটরিনা বেশ পছন্দ করেন।

ভিকি আরও বলেন, ‘যদি কোনো ছবির গানের শুটিং থাকে, তাহলে ক্যাটরিনা রিহার্সাল দেখতে চায়। কারণ ক্যাট নাচে খুব ভালো। পরে যখন আমি ওকে রিহার্সালের ভিডিও দেখাই, খুব ভয়ে থাকি। কারণ ক্যাট সেখান থেকে প্রায় ৩৬ হাজার ভুল খুঁজে বের করে। ক্যাট হয়ত বলে আমার হাত, আমার পা ও কোনো স্টেপ হয়ত ঠিক নেই। আমার ওইগুলো সংশোধন করা উচিত।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *