Home বিনোদন বলিউডে জয়া-যাত্রা, উষ্ণতা ছড়াচ্ছেন সোশ্যাল হ্যান্ডেলে
জুন ১০, ২০২৩

বলিউডে জয়া-যাত্রা, উষ্ণতা ছড়াচ্ছেন সোশ্যাল হ্যান্ডেলে

ছবির নাম ‘অর্ধাঙ্গিনী’। আজ শুক্রবার (২ জুন) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। ছবিটি নির্মাণ করেছেন টলিউডের নন্দিত নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি। আর এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা।

ঠিক কোন পরিস্থিতির কথা ইঙ্গিত করেছেন জয়া, সেটা স্পষ্ট জানা যাবে পুরো ছবিটা দেখার মাধ্যমে। এর গল্পটা আবর্তিত হয়েছে এক ব্যক্তি ও তার বর্তমান এবং প্রাক্তন স্ত্রীর মধ্যকার সম্পর্কের জটিলতা ঘিরে।

অনেক আগে থেকেই জয়া আহসানের গুণমুগ্ধ চূর্ণী গাঙ্গুলি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, “বিসর্জন’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর থাকা অবস্থায় জয়ার কাজে মুগ্ধ হয়েছিলাম। আমার মনে হয়, সে মেধার পাওয়ারহাউজ। এ কারণে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ।”

jaya in জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলিউল্লেখ্য, সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘অর্ধাঙ্গিনী’তে আরও আছেন অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ। এর সংগীতায়োজন করেছেন অনুপম রায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *