Home অপরাধ ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হক
জুন ৯, ২০২৩

ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হক

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় তাকে আদালতে তোলা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

জানা গেছে, মঙ্গলবার মামুনুল হককের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য মামলার বাদী কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ছেলে চার্জশিটের ৩১ নম্বর সাক্ষী আবদুর রহমানসহ দুজন সাক্ষী উপস্থিত হয়েছেন। অন্য দুই সাক্ষী হলেন, চার্জশিটের ৩৩ নম্বর সাক্ষী সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ ও ৩৪ নম্বর সাক্ষী সাংবাদিক নুরনবী।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। সাক্ষ্যগ্রহণ শেষে ফের মামুনুলকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। তার বিরুদ্ধে সবশেষ গত ২৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ মামলায় এখন পর্যন্ত ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে সাক্ষ্যগ্রহণের জন্য মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *