Home সারাদেশ রাজবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
জুন ৯, ২০২৩

রাজবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. বাদশা পাটোয়ারী (৩২) নামে রাজমিস্ত্রির এক সহকারীর মৃত্যু হয়েছে। বাদশা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মো. সিরাজ পাটোয়ারীর ছেলে।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বলেন, ‘আজ শুক্রবার সকালে রাজমিস্ত্রির সহকারী বাদশা পাটোয়ারি প্রতিবেশী একটি বাড়িতে কাজ করতে যান। সে সময় তিনি সিলিং ফ্যানের সংযোগ ঠিক করতে বৈদ্যুতিক তারে হাত দেন।

রাজবাড়ী থানার এসআই মিরাজ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে তিনি মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ বিষয়ে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *