Home বিশ্ব পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম
জুন ৯, ২০২৩

পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক,

মালয়েশিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবার বলেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে বদলাতে হবে; তা না হলে দেশটি টিকবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক এক সাপ্তাহিক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, যখন দেশ পরিচালনার কথা আসে, তখন পরিবর্তন করার দায়িত্বটাও তাঁর ওপরই বর্তায়। কারণ, মালয়েশিয়া কিছুটা উচ্ছন্নে গেছে।

আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়াকে জাতিভিত্তিক থেকে চাহিদাভিত্তিক ইতিবাচক কর্মনীতিতে রূপান্তরের ব্যাপারে আনোয়ার তাঁর অঙ্গীকারের কথা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

মালয়েশিয়া একটি বহু জাতিগোষ্ঠীর দেশ। জাতিগত ও ধর্মীয় বিষয়গুলো মালয়েশিয়ায় বহু দিনের পুরোনো সমস্যা।

৭৫ বছর বয়সী আনোয়ার ২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন।

অবশেষে ক্ষমতায় আনোয়ার ইব্রাহিম, টিকবেন কত দিন?

গত শতকের নব্বইয়ের দশকে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার। একপর্যায়ে তাঁকে বরখাস্ত করেন মাহাথির।

আনোয়ারের বিরুদ্ধে সমকামিতা ও দুর্নীতির অভিযোগ আনা হয়। তাঁকে দুবার কারাগারে যেতে হয়। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *