Home অপরাধ কাজী সালাউদ্দিনের ‘ডোপ টেস্ট’ চান ব্যারিস্টার সুমন
জুন ৯, ২০২৩

কাজী সালাউদ্দিনের ‘ডোপ টেস্ট’ চান ব্যারিস্টার সুমন

অনলাইন ডেস্ক,

নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের অনিয়ম-দুর্নীতি নিয়ে একের পর এক রিপোর্ট করায় বেশ কয়েকজন সাংবাদিককে তিনি পাঠিয়েছেন আইনি নোটিশ। সেই তালিকায় সাংবাদিকদের বাইরে আছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। যিনি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের জন্য আইনি লড়াই করছেন।

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেছেন, ‘আমি বারবার বলে আসছি, উনি তো আইনি রিলিফ, ন্যায়বিচার চাইতেই পারেন। তবে আমিও ওনার ব্যাপারে একটা জিনিস চাই যে ওনার আইনি রিলিফের সঙ্গে সঙ্গে ওনার শারীরিক এবং মানসিক  একটা পরীক্ষা করানো খুব জরুরি। আমি কালকেও ওনার ইন্টারভিউতে দেখলাম, সাংবাদিকদের সামনে আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে ওনারে।

কিন্তু হঠাৎ করে সালাউদ্দিন আইনের আশ্রয় নিলেন কেন- এমন প্রশ্নে ব্যারিস্টার সুমন বলেন, ‘এটা হতে পারে, ওনাকে কেউ বুদ্ধি দিয়ে থাকতে পারে যে সাফে তো আসলে পারফরম্যান্স আপনারা ওইভাবে পারবেন না। বারবার তো আপনি এ রকম ফেইল করবেন। পরবর্তী সময়ে এসব বিষয়ে কথাবার্তা আসার আগে চলেন একটা মামলা মামলা খেলি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *