কাজী সালাউদ্দিনের ‘ডোপ টেস্ট’ চান ব্যারিস্টার সুমন
অনলাইন ডেস্ক,
এবার আইনি নোটিশ পাওয়ার পর সালাউদ্দিনের ডোপ টেস্ট করানোর দাবি জানালেন ব্যারিস্টার সুমন।
আমার কাছে মনে হয়েছে, ডোপ টেস্ট (দেহে মাদকের উপস্থিতি আছে কি না- সে বিষয়ক পরীক্ষা) বা কোনো একটা টেস্ট করানো ওনারে বেশি জরুরি হয়ে পড়েছে।’
আমরা মানহানির এ রকম একটা (মামলা) দিয়ে রাখি। সাংবাদিকদেরকেও দিয়ে রাখি, যাতে সাংবাদিকরা ভয় পায়। কিন্তু উনি (সালাউদ্দিন) হয়তো জানেন না, সাংবাদিকদের ভয় পাওয়ার কিছু নাই। যেটা একেবারে দিবালোকের মতো সত্য… এখানে কাজী সালাউদ্দিন কোনো ফ্যাক্টর না। আপনারা (সাংবাদিক) দেশের ফুটবলকে বাঁচানোর জন্য কাজ করছেন।