পাংশায় মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব ৩টি পরিবার
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে রশিদ খানের গরুর ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছে ৩টি পরিবার।
বুধবার রাত ১ টার দিকে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে আব্দুর রশিদ খানের ৪টি গরু, ৪টি ছাগল, লিয়াকত আলী খানের একটি মোটরসাইকেল, জাহিদুল ইসলামের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
এদিকে অগ্নিকান্ডের খরব পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা করে ততক্ষনে ৩ টি পরিবার নিঃস্ব হয়ে যায়।