Home সারাদেশ কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
জুন ৪, ২০২৩

কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
রোববার(৪ জুন): ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি
মো.জাফর আলী, কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার হিন্দু কল্যাণ ট্রাস্টির প্রতিনিধি উদয় শংকর চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী প্রমুখ।
কর্মশালায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে বাঙালী জাতীয়তাবাদের বিকাশের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও সমাজ থেকে ধর্মীয় উগ্রবাদ,গুজব প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি সবাই এক হয়ে কাজ করার একাত্মতা প্রকাশ করেন।
কর্মশালাটির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ইমাম,পুরোহিত,সাংবাদিকসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *