বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪
অনলাইন ডেস্ক,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে চার শিফটের ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালেও দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন নিজেই নিজের পরীক্ষা দিতে গিয়েছিলেন।
পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছেন (প্রক্সি) বলে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন।
এনামুল হক কক্সবাজার জেলার পেকুয়া থানার টয়টং গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনিও তৃতীয় শিফটে একই ভবনে ৪৩৮ নং কক্ষের মো. তানভীর আহমেদের (রোল- ৫৮৩৯৭) হয়ে প্রক্সি দেন।
আব্দুর রাকিব নামে এক ভর্তিচ্ছুকে জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের ৩৩৭ নম্বর কক্ষ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তার হয়ে প্রক্সি দেওয়ার জন্য অন্য ব্যক্তির সঙ্গে চুক্তি করেছিলেন। সে অনুযায়ী প্রবেশপত্রের ছবিও পরিবর্তন করা হয়। তবে তার বাবার কাছে প্রক্সির জন্য টাকা চাইতে গেলে দিতে অস্বীকৃতি জানালে রাকিব নিজেই পরীক্ষা দিতে আসেন। মূলত ছবি পরিবর্তনের অভিযোগে তাকে আটক করা হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘অন্যের হয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। এ ছাড়া এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সবাই দোষ স্বীকার করেছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’